আমি ছেলেবেলা থেকেই সাংস্কৃতিমনা, মূলত ছড়াকার, ছড়া,কবিতা লিখি, তাছাড়া বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র ও গান গুলোর প্রতিও অনুরাগ নেহায়েৎ কম নেই। ৬০,৭০,ও ৮০ দশকের বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র ও গান গুলো অনেক অনেক ভালবাসি,কেননা আমার কৈশোর ও যৌবনের সাথে ঐ পুরনো সাদাকালো চলচ্চিত্র ও গান গুলো নিবিড়ভাবে মিশে আছে।
আমার যা ভালোলাগে, আমি সবার মাঝে তা ছড়িয়ে দিতে চাই। যখন দেখলাম বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র ও গান গুলো হারিয়ে যাবার উপক্রম হচ্ছে, আর তখনই মাধ্যম হিসেবে ব্লগার ডট কম কে বেছে নিলাম।